২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে। চলতি বছরে ৬০ হাজার ৭৪২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৮ হাজার ৩৩১ জন রাজধানী ঢাকায় এবং ২২ হাজার ৪১১ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত ২৬৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৬৫ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০২ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২২০ রোগী হাসপাতালে ভর্তি
Date: