পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা পুলিশের ভ্যানে গুলি চালালে ছয় পুলিশের মৃত্যু হয়। এসময় পুলিশের দলটি সেখানে একটি মেলার কাছে নিরাপত্তার দায়িত্বে ছিল। সন্ত্রাসীদের সন্ধানে তল্লাসি অভিযান শুরু হয়েছে।
রেডিও পাকিস্তান জানিয়েছে, নিহতদের মধ্যে আছেন একজন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং একজন ড্রাইভার। একে সন্ত্রাসী হামলা বলে প্রচার করছে পাক গণমাধ্যমগুলো। খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের পুলিশের কাছে এ নিয়ে যোগাযোগ করে করাচিভিত্তিক গণমাধ্যম ডন। এক বিবৃতিতে কেপি পুলিশ জানিয়েছে, ওই প্রদেশের পুলিশের আইজি মোহাজ্জেম জাহ আনসারি এই ‘টার্গেট কিলিং’-কে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের এমন কাপুরুষোচিত কর্মকা- পুলিশের মনোবল ভাঙতে পারবে না।