শেরপুরে হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার মহাঅষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শেরপুর জেলা শহরের বস্ত্র ব্যবসায়ী দিলীপ পোদ্দারের বাড়িতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। শেরপুরে এ বাড়ির মণ্ডপেই প্রতিবছর কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
হিন্দু শাস্ত্রমতে কুমারী পূজার ফলে ধন ও পুণ্য লাভ হয়। এবার শেরপুরে কুমারী পূজার জন্য নির্বাচন করা হয়েছিলো ১৩ বছরের প্রেমা গোস্বামীকে। প্রেমা টাঙ্গাইল কলেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরতা। তাকে সকাল ১১টায় মাতৃরূপে ফুল-চন্দন-বেলপাতা সহকারে মাতৃরূপে অর্চনা করা হয়।