যেখানেই সাকিব আল হাসান, সেখানেই যেন বিতর্কের ছায়া। সম্প্রতি বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের ১০ কোটি টাকার চুক্তি আলোড়ন তুলেছে দেশের ক্রিকেটাঙ্গনে। শেষ পর্যন্ত বোর্ডের চাপে চুক্তি থেকে সরে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে এখন থেকেই ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেছেন, সাকিবকে কড়া নজরদারিতে রাখা হবে।
নাজমুল হাসান পাপন বলেন, ‘এবার হয়তো সে পার পেয়ে গেছে। কিন্তু এটাই শেষ সুযোগ। তাকে অবশ্যই কড়া নজরদারিতে রাখা হবে। ভবিষ্যতে এরকম ঘটলে আমি কারো সঙ্গে আর কথাও বলবো না। সরাসরি অ্যাকশনে যাবো। আমি ব্যক্তিগতভাবে চাই, খেলোয়াড়দের ক্যারিয়ার ভালোভাবে শেষ হোক।