নেতৃত্বের লড়াইয়ে সাবেক চ্যান্সেলর ঋষি সুনাককে অনেকটা পিছনে ফেলেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ক্ষমতাসীন কনজার্ভেটিভদের ওপর নতুন এক জরিপের ফল প্রকাশ করা হয়েছে অনলাইনে বুধবার। দ্য কনজার্ভেটিভ হোম ওয়েবসাইটে ৯৬১ জন দলীয় সদস্যের ওপর ওই জরিপ চালানো হয়েছে। তারা হয়তো পোস্টাল অথবা অনলাইনে ভোট দিয়েছেন অথবা দেবেন। এতে দেখা গেছে লিজ ট্রাসকে সমর্থন করছেন শতকরা ৬০ ভাগ সদস্য। আর সুনাককে ২৮ ভাগ। অন্যদিকে শতকরা ৯ ভাগ সদস্য বলেছেন তারা এখনো সিদ্ধান্ত নেননি। তাদেরকে এই জরিপে সমানভাগে ভাগ করে দেয়া হয়েছে। তাতেই ভারতীয় বংশোদ্ভূত সাবেক চ্যান্সেলর ঋষি সুনাকের চেয়ে ৩২ পয়েন্টে এগিয়ে আছেন লিজ। সেপ্টেম্বরে সারাদেশে দলীয় সদস্যরা চূড়ান্ত দফায় ভোট দেবেন।
দলীয় জরিপ: প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অনেক এগিয়ে লিজ ট্রাস
Date:












