অবশেষে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে শেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি তিনি। তার বিবর্ণ পারফর্মেন্সে নাসর সৌদি প্রো লিগের শিরোপা –লড়াইয়ে পেছায়, বিদায় নেয় কিংস কাপ থেকেও।
শুধু তাই নয় মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে দৃষ্টিকটু ফাউল, ম্যাচশেষে মেজাজ হারিয়ে দর্শকদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ ক্লাব প্রেসিডেন্টের একটি ভুয়া মন্তব্য ঘিরে টানা সমালোচনার মুখে পড়েন রোনালদো। সবকিছুর জবাবই যেন গোল দিয়ে দেন তিনি।
শুক্রবার রাতে আল রাদের বিপক্ষে নাসর ম্যাচটি জিতেছে ৪-০ ব্যবধানে। ম্যাচের চতুর্থ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রোনালদোই। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর। সতীর্থ আল-ঘানামের ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো। সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে এটা তার ১২তম গোল।
ম্যাচের ৫৫ মিনিটে লিড দ্বিগুণ করেন নাসরের আবদুল রাহমান গারিব। শেষদিকে চার মিনিটের ব্যবধানে মোহাম্মদ মারান ও আবদুল মাজেদ আল সুলাইহিমের জোড়া গোলে বড় জয় পায় নাসর।
এই এক গোলেই যেন পাহাড়সমান চাপ নেমে গেলো রোনালদোর উপর থেকে। ফলে এদিন ম্যাচ শেষেও দেখা গেলো খোশমেজাজের রোনালদোকে।
ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের সমর্থনের জন্য মাঠ ছেড়ে যাওয়ার আগপর্যন্ত ধন্যবাদ জানিয়ে হাততালি দেন রোনালদো।
এরপর নিজের জার্সিও দিয়ে দেন একজনকে। সেই একজন অবশ্য সাধারণ কেউ নন, প্রতিপক্ষ দলের কোচ মারিয়াস সুমুদিকাি এদিন পান রোনালদোর জার্সি।
চলতি মৌসুমে সম্ভাব্য সব প্রতিযোগিতা থেকেই বিদায় নিশ্চিত নাসরের। লীগেও শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এর ফলে ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে টানা দুটি মৌসুম শিরোপাহীন থাকতে হতে পারে রোনালদোকে। ক্যারিয়ার আগে সবমিলিয়ে মাত্র তিনবার শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা।
২০০৪-০৫ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০৯-১০ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও গত ২০২১-২২ মৌসুমে ফের ইউনাইটেডের হয়ে শিরোপাহীন ছিলেন রোনালদো। তবে এবারই প্রথম টানা দুই মৌসুম শিরোপা না জেতার তেতো স্বাদ পেতে যাচ্ছেন তিনি।
সৌদি প্রো লিগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল–নাসর। এক ম্যাচ কম খেলা আল ইত্তিহাদ ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আল-রাদ। আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।