প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের দেশ আগের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সমৃদ্ধি দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গতিশীল রাষ্ট্রের সাথে খাপ খাইয়ে গতিশীল বিচার বিভাগ তৈরি করতে হবে। আমরা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ ও আইনজীবীদের সহকারীবৃন্দ সবাই মিলে চেষ্টা করছি জুডিশিয়ারিকে আরো গতিশীলকরতে।’
বৃহস্পতিবার সকালে তিনি শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা জজ কোর্ট মিলনায়তনে বিচারকদের সাথে বৈঠক করেন। এরপর তিনি আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপন শেষে জেলা আইনজীবী সমিতির সাথে বৈঠক এবং আইনজীবীদের গ্রন্থাগারের উদ্বোধন করেন।
এসময় প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সি মোহাম্মদ মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।