পানি, বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হিসাব করে না চললে বিপদ আসার সম্ভাবনা আছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবকিছুর দাম বেড়েছে। সবাইকে অনুরোধ করবো কৃচ্ছ্রতা সাধন করতে হবে, সাশ্রয়ী হতে হবে। পানি, বিদ্যুৎ, জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সামনে যাতে বিপদ না হয় সেজন্য সবাইকে হিসাব করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে হিসাব করে না চলছে সামনে বিপদ আসার সম্ভাবনা আছে।
আজ দুপুরে পাতাল রেল ও দ্বিতীয় মেট্রো রেল (এমআরটি লাইন-১)-এর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় এমআরটি লাইন-১ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। বাংলাদেশে যাতে এই অবস্থা না হয়।. আমাদের এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। এখন পর্যন্ত সব কিছু ম্যানেজ করে যাচ্ছি, করে যাবো।