ধরা পড়েছেন ইতালির মাফিয়া সংগঠন কোসা নস্ট্রার কথিত প্রধান মাত্তিও মেসিনা দেনারো। তাকে বলা হয় দেশটির সবথেকে দুর্ধর্ষ মাফিয়া বস। প্রায় ৩০ বছর তিনি পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে ছিলেন। এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। খুন, অপহরণ, বোমা হামলার আসামী এই সংগঠিত অপরাধীচক্রের ‘বস’ তিনি। তার নিজেরই দাবি, তিনি যত মানুষ খুন করেছেন, তা দিয়ে একটা কবরস্থান ভরে ফেলা যাবে। অবশেষে গ্রেপ্তার হয়েছেন এই কুখ্যাত মেসিনা দেনারো।
বিবিসি জানিয়েছে, মাত্তিও মেসিনা দেনারো ছিলেন মাফিয়া ঠেকাতে ইতালির ব্যর্থতার প্রতীক। আরও দুই দশক আগেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। তাকে ধরার চেষ্টা চলছে তারও এক দশক আগে থেকে। কিন্তু ১৯৯৩ থেকে ২০২৩ পুরো ৩০ বছর তিনি পুলিশকে ফাকি দিয়ে বেঁচে গেছেন।












