সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

স্বর্ণ চোরাচালান এবং অর্থ পাচারের মামলা জামিন নিতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী আবুকে পুলিশে দিলেন হাইকোর্ট

Date:

ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালান এবং অর্থপাচারের অভিযোগের মামলায় জামিন নিতে আসা চট্টগ্রামের আবু আহম্মেদ ওরফে আবু (৪৯)কে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একইসঙ্গে আসামি আবু আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের স্পেশাল জজের আদালতে হাজির করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন ও মো. হাবিবুর রহমান। আর দুদকের পক্ষে আইনজীবী শাহীন আহমেদ। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালান এবং অর্থপাচারের মামলায় জামিন নিতে আসা চট্টগ্রামের আবু আহম্মেদ ওরফে আবু (৪৯)কে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি হাইকোর্টে আগাম জামিন চান আবু আহাম্মেদ। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে ৩ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্দেশের পর ২২শে ফেব্রুয়ারি আবু আহম্মেদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওইদিন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মামলার নথি তলব করে ৫ই মে আবেদনটি শুনানির জন্য রাখেন। কিন্তু চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত থেকে নথি না আসায় ওইদিন ১৩ই জুলাই জামিন আবেদনের শুনানি রাখেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...