মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার গল্প নিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ৯ই ফেব্রুয়ারি শুরু হবে তিনদিনব্যাপী “হোপ ফেস্টিভ্যাল”। “বাংলাদেশের হৃদয় হতে আসছে” শ্লোগানে উৎসবের আয়োজন করছে ব্র্যাক। উৎসব আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স ও ইউনিভার্সিটি।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সোনারগাঁও হোটেলে “হোপ ফেস্টিভ্যাল-এর ঘোষণা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ।
সদ্য স্বাধীন বাংলাদেশে মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করার জন্য জন্ম হয়েছিল ব্র্যাকের। ২০২২ সালের ২১ মার্চ ৫০ বছর পূর্ণ করেছে ব্র্যাক। ব্র্যাকের পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের ধারাবাহিকতায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত উৎসব আয়োজন করছে ব্র্যাক। বাংলাদেশের হৃদয় হতে, সারা বিশ্বজুড়ে আশা জাগানোর ৫০ বছরের পথচলা আর বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তিকে উদযাপন করতে তিনদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। https://brachopefestival.net/ এই ওয়েবসাইটের লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শনার্থীরা কোনো প্রবেশমূল্য ছাড়াই। উৎসবে অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনের অন্যতম লক্ষ্য শিক্ষা, আর্থিক ক্ষমতায়ন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্য – এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। বিশেষত তরুণ সমাজকে সামগ্রিকভাবে দেশের ও নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসতে উৎসাহ জোগাতে চায় ব্র্যাক।
আরও জানানো হয়, “হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি এবং যে পৃথিবী আমরা গড়তে চাই’ এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা।