৯ মাস পর শেরপুর জেলা সদরের নার্সারি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। অভিযুক্ত রুবেল মিয়া (৩২) কে জেলা সদরের সাপমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ও আক্রান্ত উভয়ের বাড়িই জেলা সদরের সাপমারী এলাকায়।
র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ এর কমান্ডার স্কোয়াড্রল লিডার আশিকুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ বছরে ১০ মার্চ স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী শিশুকন্যাকে বিস্কুট খাওয়ানো লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত রুবেল মিয়া। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ও শিশুর মা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। রুবেল মিয়া এসময় পালিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ছায়া তদন্ত নামে র্যাব এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।