শেরপুরের খাদ্য বিভাগ আমন ধান ও চাল সংগ্রহ শুরু করেছে। মঙ্গলবার সকালে জেলা খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
আনুষ্ঠানিক ভাবে সরকারি ভাবে আমন ধান ও চাল সংগ্রহের অভিযান উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, ডিসি ফুড আল ওয়াজিউর রহমান, শেরপুর চেম্বারের সভাপতি আসাদুজ্জামান রৌশনসহ স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাগণ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলার ৭০ শতাংশ চালকল মালিকরা সরকারের সাথে চুক্তির আওতায় এসেছে। এসবের মধ্যে চুক্তিবদ্ধ চালকল রয়েছে ২৪২টি। অন্যদিকে ধান সরবরাহের জন্য ২০ হাজার ৮২৮জন কৃষককে নিবন্ধিত করেছে খাদ্য বিভাগ।