৪ ডিসেম্বর আজ শেরপুরের ঝিনাইগাতী মুক্ত দিবস আজ। রবিবার দিবসটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
দিনটি পালনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ আয়োজনে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এছাড়া বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভ’ইয়া, এসিল্যান্ড আশরাফুল কবির, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, সুরুজ্জামান আকন্দ প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৪ ডিসেম্বর আজকের এই দিনে হানাদার বাহিনী তাদের দোসরদের পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা শেরপুর জেলার ঝিনাইগাতীকে শত্রুমুক্ত ষোষণা করেন এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ।












