ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে শুরু থেকেই বিতর্কে রয়েছে নির্বাচন কমিশন। ভোটদানের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা না থাকার কারণ দেখিয়ে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল ও বিশ্লেষকরা ইভিএমের পক্ষে নয়। তাদের মতামতকে আমলে না দিয়ে সকল নির্বাচনে ইভিএম ব্যবহার করে আসছে নির্বাচন কমিশন। আয়োজিত এসব নির্বাচনে ইভিএমে ভোট দিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে ভোটারদের। কিন্তু ভোগান্তিতে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইভিএমে জটিলতার কারণে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরও ভোটগ্রহণ করতে হয়েছে ইসিকে। ভোট না দিয়েই ফিরতে হয়েছে অনেক ভোটারের। এতে ইভিএমের প্রতি ভোটারদের আস্থা কমেছে বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রংপুর নির্বাচনে ইভিএম হ্যাং হয়ে যাওয়া, ধীরগতিসহ নানা জটিলতা ছিল। এ জন্য অনেকে ভোট দিতে পারেনি।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান মানবজমিনকে বলেন, ইভিএম কিছুটা স্লো কাজ করছে এটা ঠিক।