ক্রমশ স্থলবোমার (ল্যান্ডমাইন) ব্যবহার বাড়াচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করছে। দশকের পর দশক ধরে বেসামরিক মানুষজনকে বিকলাঙ্গ করে দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের গবেষক শায়না বুচনারের লেখা এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে তিনি লিখেছেন, আন্তর্জাতিক মাইন নিষিদ্ধ বিষয়ক চুক্তি গৃহীত হওয়ার পর ২০২২ সালে পাড় হচ্ছে ২৫ বছর। তারপর শুধু দুটি দেশ সক্রিয়ভাবে জনবিরোধী ল্যান্ডমাইন ব্যবহার করছে। তারা হলো রাশিয়া ও মিয়ানমার। ১৯৯৯ সাল থেকেই ল্যান্ডমাইন ব্যবহার করছে মিয়ানমার। কিন্তু ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সামরিক জান্তা নতুন করে এর ব্যবহার বৃদ্ধি করেছে। গত সপ্তাহে প্রকাশিত ল্যান্ডমাইন মনিটর রিপোর্ট-২০২২’তে এ কথা বলা হয়েছে।
ল্যান্ডমাইনের ব্যবহার বাড়াচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা
Date: