বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানি। তবে চারবারের চ্যাম্পিয়নরা কাতার আসরের শুরুতে অঘটনের শিকার হয়েছে। জাপানের কাছে হেরে গেছে হ্যান্সি ফ্লিকে দল। জার্মানদের হারের রাতে তাণ্ডব চালিয়েছে স্পেন। কোস্টারিকাকে গোল বন্যায় ভাসিয়েছে লুইস এনরিকের দল। স্পেন কোচ এবার জার্মানিকেও হুমকি দিয়ে রাখলেন।
বুধবার রাতে জাপানের বিপক্ষে ২-১ গোলে হারে জার্মানি। পরের ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। আগামী ২৭শে নভেম্বর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে স্পেন। জার্মানদের মোকাবিলার জন্য প্রস্তুতিতে মনোযোগ এনরিকের। একইসঙ্গে জানালেন কোস্টারিকার মতো জার্মানিকেও পরাস্ত করতে চায় তার দল।