সাতক্ষীরায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে মামলা হওয়ার পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরার কালীগঞ্জ থানার ওসি হালিমুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও একই বিদ্যালয়ের দপ্তরি সাইফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড ও যৌন হয়রানির সাথে জড়িত থাকার একাধিকবার অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা অপুসহ কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও অভিযোগকারীদের নিয়ে সালিশে বসেন। বিপত্তি ঘটে অভিযুক্ত প্রধান শিক্ষক নির্দোষ সেজে অনড় থাকায়। এ খবর বিদ্যালয়ের অফিস কক্ষের বাইরে গেলেই ফুঁসে উঠে স্থানীয় জনতা ও অভিভাবকবৃন্দ। উত্তপ্ত পরিস্থিতির খবরে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমসহ সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশগণ। একপর্যায়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবুকে অবহিত করেন ইউপি চেয়ারম্যান। বেলা ২টার দিকে থানার উপ-পরিদর্শক মিলন কুমারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযুক্ত দুজনকে আটক করেন। প্রধান শিক্ষক ও দপ্তরির বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ৪ জন, ৪র্থ শ্রেণীর ৩ জন ও তৃতীয় শ্রেণীর ৩ জন ছাত্রীর সঙ্গে তাদের ইচ্ছার বিরুদ্ধে নানান ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি করে আসছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারকা গ্রামের মনিরুল ইসলাম খাঁন বাদী হয়ে এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু করা হয় রোববার রাতে।