শেরপুর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। জেলার ৫টি কেন্দ্রে মোট ১০টি বুথে ভোট প্রদান করছেন ভোটাররা।
তবে সকালে ভোটারদের অংশগ্রহণ কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে বেড়েছে। জেলার ৫২টি ইউনিয়ন, ৫ উপজেলা ও ৪ পৌরসভার মোট ৭৪৩ জন ভোটারের ভোট প্রদানের কথা রয়েছে আজ
।
এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন লড়ছেন। তারমধ্যে আওয়ামী লীগের অ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমান মোটরসাইকেল এবং জাকারিয়া বিশু লড়ছেন চশমা প্রতীকে। এছাড়া সংরক্ষিত নারী আসনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১টিতে লড়ছেন ৩ জন। ৫ সাধারণ সদস্য পদে লড়াইয়ে আছেন ১৯ জন প্রার্থী।
এদিকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের পর নির্বাচনী মাঠ কিছুটা উত্তপ্ত রয়েছে। যদিও সকাল থেকে ভোট ছিলো শান্তিপূর্ণ, তবুও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।