বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেরপুরেও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে। শনিবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে এক আগমনী শোভাযাত্রা করে স্থানীয় পূজা উদযাপন পরিষদ।
শেরপুর জেলা শহরের গোপাল বাড়ি মন্দির হতে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ সময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার কামরুজ্জামান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়াসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগমনী শোভাযাত্রাটি গোপাল বাড়ি মন্দির হতে যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ হতে ভক্ত ও পূজারীরা অংশগ্রহণ করেন।