বুধবার, জুলাই ৯, ২০২৫

মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নামছে অতিরিক্ত ১৫০০ পুলিশ

Date:

মা ইলিশ রক্ষায় এবার নিয়মিত দায়িত্বের বাইরে চাঁদপুরসহ সংশ্লিষ্ট জেলাসমূহের নদ-নদীতে অতিরিক্ত ১৫০০ নৌ-পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়। মোতায়েনকৃত এসব পুলিশ চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ অভিযানের আওতাধীন দেশের নির্ধারিত নদীগুলোতে মা ইলিশ রক্ষায় দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর চরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা আশাকরি জেলে ভাইরা নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা থেকে বিরত থাকবেন। মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ না পেলে আগামীতে নদীতে ইলিশ পাওয়া যাবে না। তাই যে করেই হোক আমাদের মা ইলিশকে ডিম ছাড়তে দেওয়ার সুযোগ দিতে হবে। একই সাথে ডিম ফুটে বের হওয়া জাটকা সংরক্ষণ করতে হবে। তাহলেই নদীতে ইলিশ মাছ বৃদ্ধি পাবে। তখন জেলে ভাইরা আরো বেশি পরিমাণে ইলিশ আহরণ করতে পারবে।

তিনি আরো বলেন, ইলিশের ডিম ছাড়ার জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনার অংশ অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এই সুযোগটি কাজে লাগিয়ে অনেক অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে নামার চেষ্টা করেন। বিশেষ করে রাজরাজেশ্বর এলাকায় অনেক জেলে এই সময়টিতে নদীতে মাছ ধরতে নামে।

আমরা অনুরোধ করি এই অপকর্মে কেউ লিপ্ত হবেন না। কেউ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ ধরতে নামে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে নিষেধাজ্ঞাকালীন সময়ে কোন পুলিশ সদস্যও যদি অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...