গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণ করছেন এক সময়ের রূপালী পর্দার জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। মসজিদের নাম দিয়েছেন ‘আহমেদিয়া জামে মসজিদ’। বর্তমানে তিনি বসবাস করছেন নিউইয়র্কে। সম্প্রতি দেশে এসেছেন এই খলনায়ক। গতকাল শুক্রবার মসজিদের উদ্বোধন করেন আহমেদ শরীফ। সেখানে তিনি বলেন, আজকে আমার জন্য খুব খুশির দিন। আমি চিন্তা করেছিলাম একটা মসজিদ আমি কি করে করবো, আমার ধারনাই ছিলো না আমি পারবো। আমার ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং সকলের দোয়ার কারণেই এই মসজিদ করতে পেরেছি। তিনি বলেন, এই মসজিদের টানে আমি দেশে চার বার এসেছি সুদুর আমেরিকা থেকে। ওখানে আমার ঘুম হয় না, আমি ঘুমাতে পারিনা, যে আমার মসজিদের কি হলো? কখন পাবো।
মসজিদের জন্য আমেরিকায় ঘুম হতো না আহমেদ শরিফের
Date:












