ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সিনেমা, স্বামী ও ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। যেকোনো পোশাক এক বা দুইবারের বেশি পরেন না এমন মন্তব্যে ট্রোলের শিকার হলেন এই নায়িকা। সম্প্রতি একটি সেলিব্রেটি টক শো’র ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে উপস্থাপিকা বর্ষার কাছে জানতে চান, তিনি এক পোশাক বারবার পরেন কিনা। উত্তরে বর্ষা বলেন, আমার ডিজাইনের শাড়ি, লেহেঙ্গা, সেলোয়ার-কামিজের অভাব নেই। দেখা যায়, একবার কী বেশি হলে দুইবার পরি। তাও সেটা কয়েক বছর পরে রিপিট করি। দুইবারের বেশি তো প্রশ্নই আসে না। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রোল।
এদিকে বর্ষার এই ভিডিও’র সঙ্গে বলিউড তারকা আলিয়া ভাটের একটি টক শোয়ের ক্লিপ কোলাজ করা হয়। সেটিতেও উপস্থাপিকা আলিয়াকে একই ধরনের প্রশ্ন করেন। আলিয়া বলেন, হ্যাঁ, আমি সব পোশাক বারবার পরি। জুতা, ব্যাগ, জিন্স, আউটফিট সবকিছু। আমার ৩৬৫ দিনের কাপড় নেই তো। আমি অনেকবার পরি। এটা সাধারণ একটি বিষয়। বারবার কাপড় পরিবর্তন করা ভালো নয়। নেটিজেনরা আলিয়ার সঙ্গে বর্ষার দৃষ্টিভঙ্গির তুলনা করে ভিডিওটি শেয়ার করছেন।