ব্রিটিশ মোটর কর্পোরেশন (BMW) এর মিনি কুপারে সর্বাধিক কজন সওয়ার হতে পারে? আপনি বলবেন ৫ কিংবা ৬ জন। কিন্তু জানেন কি এই গাড়িতেই ২৭ জনকে সওয়ার হয়ে গিনেস রেকর্ড গড়েছেন। টুইটারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (GWR) দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ২৭ জন লোক বিএমডব্লিউ -র মিনি সিরিজের গাড়ির ভিতরে প্রবেশ করছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভিডিওটি শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। যদিও রেকর্ডটি নথিভুক্ত হয়েছিল ব্রিটেনে বেশ কয়েক বছর আগে, ২০১৪ সালে ৬ সেপ্টেম্বরে। এর জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় মিনি কুপারটিকে। কাস্টোমাইজ সিটের ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে, যাতে করে ২৭ জন ভেতরে প্রবেশ করতে পারেন। গাড়ির ভিতর একে অপরের কোলে-কাঁধে-পিঠে চড়ে বসেন তাঁরা। এমনকি গাড়ির পিছনের ডিকিতেও বসার ব্যবস্থা ছিল। তিন মিনিটের ক্লিপটিতে দেখানো হয়েছে যে একের পর এক ব্যক্তি মিনি কুপারে প্রবেশ করছে, সেইসঙ্গে পাশের ব্যক্তির জন্য জায়গা তৈরি করে দিচ্ছে।জিনিসপত্রের মতোই গাড়ির ভিতরে তরুণীদের ঠেসে ঢোকাতে দেখা যায়।
গিনেস রেকর্ড: ৪ চাকায় সওয়ারি ২৭ জন
Date:












