রাজধানীর শ্যামলী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মোঃ রনি (৩৫) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। শনিবার (১২ আগস্ট) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে আটটার দিকে ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা উজ্জ্বল জানান, শ্যামলী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হলে ওই ট্রাকের হেলপার রনি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নাটোরে বড়াইগ্রাম থানার মানিক নগরে। তার পিতার নাম আবুল কাশেম।