পুলিশের গুলিতে বিএনপি নেতা আব্দুর রহিম নিহত হবার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ করেছে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, ছাত্রদল সভাপতি শওকত হোসেন প্রমুখ। এর আগে বিএনপির একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সভায় বক্তারা বলেন, মানুষের দুর্ভোগের কথা বলতে গিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করতে গিয়ে আব্দুর রহিমকে প্রাণ দিতে হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই সরকারের পতন চাই।












