এক দশকে স্প্যানিশ লা লিগার জনপ্রিয়তা বেড়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথে। দুই কিংবদন্তির বিদায়ে অনেকাংশেই রঙ হারায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতা। মিইয়ে যাওয়া প্রতিযোগিতায় প্রাণ ফিরিয়েছেন করিম বেনজেমা। এবার সমর্থকদের প্রত্যাশার ভার নিয়ে রবার্ট লেভানদোভস্কি যোগ দিয়েছেন ন্যু-ক্যাম্পে। ফুটবল বোদ্ধাদের ধারণা, করিম-লেভার দ্বৈরথ ফেরাবে মেসি-রোনালোদোর প্রতিদ্বন্দ্বিতাময় আবহ। পোলিশ স্ট্রাইকার অবশ্য রিয়াল মাদ্রিদ কিংবা বেনজেমাকে নিয়ে মাথা ঘামাছেন না।
এক বছরের চুক্তির মেয়াদ বাকি থাকতেই বায়ার্ন মিউনিখ ছাড়েন লেভানদোভস্কি। অনেক প্রস্তাব আসলেও পোলিশ স্ট্রাইকার জানিয়েছিলেন, বার্সেলোনার প্রস্তাবই শুধু বিবেচনা করছেন তিনি। কথা অনুযায়ী চলেও আসলেন ন্যু-ক্যাম্পে। শুক্রবার লেভানদোভস্কিকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় বার্সেলোনা। দু’বারের বর্ষসেরাকে দেয়া হয় ৯ নম্বর নীল-মেরুন জার্সি।