ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের কাছ থেকে কিছু শিক্ষা নেয়ার জন্য পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতি পরামর্শ দিয়েছেন ইমরান খানের সাবেক স্ত্রী, পাকিস্তানি বংশোদ্ভূত বৃটিশ সাংবাদিক রেহাম খান। ইমরান খানের বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ মামলা এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে তিনি এক টুইটে ইমরানের পিটিআই এবং এর অনুসারীদের প্রতিক্রিয়াকে উদাহরণ হিসেবে নেয়ার আহ্বান জানিয়েছেন পিএমএলএনের প্রতি। টুইটে তিনি বলেন, পিটিআইয়ের কাছ থেকে পিএমএলএনের শেখা উচিত, কিভাবে নেতাকে গ্রেপ্তারের সুবিধা দেয়ার পরিবর্তে প্রতিরোধ গড়ে তুলতে হয়। লড়াইয়ের নামই হলো রাজনীতি।
উল্লেখ্য, পিটিআইয়ের নিয়মিত একজন সমালোচক রেহাম খান। তবে এবার পিটিআইয়ের পক্ষে সবক দিয়েছেন। তিনি এ সংক্রান্ত আরেক টুইটে বলেছেন, ‘ইতেশার (বিশৃংখল) খান’-এর কাছ থেকে বিস্ময়কর মার্কেটিং পাওয়ার আর্ট শেখা উচিত পিএমএলএনের। বিশংখল খান বলতে তিনি সাবেক স্বামী ইমরান খানকে বুঝিয়েছেন। তিনি আরো বলেছেন, পিএমএলএনের বোঝা উচিত যে, ভাল শাসনের জন্য প্রয়োজন ভাল জনসংযোগ।
পিএমএলএন’কে রেহাম খানের পরামর্শ
Date: