নিউ মেক্সিকোতে মুসলিমদের খুনের সঙ্গে জড়িত পিতা-পুত্র। এ ঘটনায় খুনির পিতাকে মূল সন্দেহভাজন হিসেবে মনে করছে পুলিশ। এতে তার ছেলেরও ভূমিকা আছে। নিউ মেক্সিকোতে সাম্প্রতিক হত্যাকাণ্ডে মুসলিমদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা নিরাপত্তাহীন মনে করছেন। স্বাভাবিক কাজ করতে পারছেন না। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফেডারেল প্রসিকিউটররা সোমবার আদালতে একটি ফাইল জমা দিয়েছেন।
তাতে বলা হয়েছে, গত ৫ই আগস্ট নিউ মেক্সিকোর আলবুকুরকুতে হত্যা করা হয়েছে ২৫ বছর বয়সী উদ্যোক্তা নাঈম হোসেনকে। এ ঘটনায় আটক করা হয়েছে শাহিন সৈয়দ (২১) নামে এক যুবককে। প্রসিকিউটররা বলেছেন, ওই একই সময় ওই একই এলাকায় অবস্থান করছিলেন শাহিন সৈয়দের পিতা মুহাম্মদ সৈয়দও (৫১)।
এমন ফাইল জমা দেয়ার পর শাহিনের জামিন বাতিল করে দেয় আদালত। জবাবে শাহিনের আইনজীবী জন অ্যান্ডারসন বলেন, অভিযোগ অতি মাত্রায় ঠুনকো এবং অনুমাননির্ভর।
দুটি হত্যাকাণ্ডের খুনি হিসেবে এবং চারটি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য শাহিনের পিতা মুহাম্মদ সৈয়দকে গত সপ্তাহে অভিযুক্ত করেছে পুলিশ।