ধষর্ণের অপরাধে ম্যানচেস্টার সিটির ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডিকে গত বছরই রিমান্ডে নিয়েছিল পুলিশ। সোমবার চেশায়ারের আদালতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার বিচার কাজ শুরু হয়েছে। আদালতে শুনানিতে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এক-দুইজন নয়, ২৮ বছর বয়সী মেন্ডি ১৩ নারীকে যৌন নিপীড়ন করেছেন। এসব কুকর্মে তাকে সাহায্য করতেন ‘লুইস সাহা’ নামে একজন। বিচার চলছে তারও।
আদালতের শুনানিতে বলা হয়, কম বয়সী মেয়েদের টার্গেট করতেন মেন্ডি ও সাহা। যাদের বয়স ১৭-১৯ বছরের মধ্যে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে আসা হতো তাদের। তৈরি করা হতো পার্টির পরিবেশ। টার্গেট করা মেয়েদের এতবেশি মদ খাওয়ানো হতো যে চেতনা হারিয়ে ফেলতেন তারা।
ধর্ষণ করা নেশায় পরিণত হয় ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারের
Date: