বল হাতে আলো ছড়ান হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ। নেদারল্যান্ডসকে আটকে দেন ২শ’র আগেই। স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে ফিফটি হাঁকান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং আঘা সালমান। আর পাকিস্তান পায় ৭ উইকেটের জয়। টানা দুই ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল বাবর আজমের দল।
বৃহস্পতিবার রটারডামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে ১৮৬ রান তোলে স্বাগতিক নেদারল্যান্ডস। জবাবে ৭৮ বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছায় পাকিস্তান।
রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। মাত্র ১১ রানে দুই উইকেট হারায় সফরকারীরা। দুই ওপেনার ফখর জামান ৩ এবং ইমাম উল হক ৬ রানে সাজঘরে ফেরেন। পরিস্থিতি সামলে ৮৮ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ৬৫ বলে ৫৭ রানে আউট হন।