ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। আর তাতেই পড়েছেন ঝামেলায়। দেশ জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনা করে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন কোনভাবেই ছাড় দেয়া হবে না সাকিবকে। তবে তারা চাইছেন সমঝোতার মধ্য দিয়েই বিষয়টি সমাধানের। বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে খেলতে যাওয়ার আগেই এই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।