আর্জেন্টিনায় সুদের হার বাড়িয়ে ৬৯.৫ শতাংশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দেশটির অর্থনীতি গত কয়েক দশকের মধ্যে সবথেকে বেশি চাপে রয়েছে। দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। মূল্যস্ফীতি এখন গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সুদের হার বাড়িয়ে প্রায় ৭০ শতাংশ করা হলো।
সিএনএন জানিয়েছে, দুই সপ্তাহ আগেই সুদের হার ৬০ শতাংশ করা হয়েছিল। এবার আরও ১০ শতাংশ বৃদ্ধি করা হলো। এ বছর আর্জেন্টিনায় মূল্যস্ফীতি হয়েছে মোট ৭১ শতাংশ। এই পরিস্থিতিতে পদত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী। তার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আন্দোলন চলছিল।