বর্তমান ও আগামীর আন্দোলকে গতিময় করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে শেরপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নিউমার্কেটস্থ একটি রেস্তোরাঁর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সহযোগি সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন সভায়।
সভায় জেলায় সংগঠনের বর্তমান অবস্থা এবং আগামীতে সরকার বিরোধী আন্দোলন কীভাবে বেগবান করা যায় সে বিষয় আলোচিত হয়। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত রাখেন আগামীর আন্দোলন সংগ্রাম সম্পর্কে। সভায় নেতৃবৃন্দ নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।