চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনকে দুদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
নওশাদুল আমিনের স্ত্রী রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমাণ্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। কাউন্সিলর নুরুল আমিনের পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও রেহনুমার পরিবারের দাবি করেছিল এটি হত্যাকাণ্ড।
পরিবারের দাবি, বিয়ের পর থেকে নিয়মিত শ্বশুর পক্ষের লোকজন রেহনুমাকে নির্যাতন করত। যৌতুক ও উপহার দেয়ার জন্যই এসব নির্যাতন করত রেহনুমার শ্বাশুড়ি ও তার ব্যাংকার স্বামী নওশাদুল আমিন। এসব নিয়ে বিভিন্ন সময়ে পারিবারিক এবং সামাজিক বৈঠকও হয়েছে।
যদিও ওদিন রাতে এই মৃত্যুর ঘটনায় রেহনুমার স্বামী ও শাশুড়িকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ। এই মামলায় ওই দিনই গ্রেপ্তার করা হয় রেহনুমার স্বামী নওশাদুল আমিনকে। এই মামলায় এখনো পালাতক রয়েছেন কাউন্সিলর নুরুল আমিনের স্ত্রী পপি বেগম।
রেহনুমার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালের ২২ ডিসেম্বর কাউন্সিলর পুত্র নওশাদুল আমিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল।