মুঠোফোনের মনিটরে তাপমাত্রা দেখাচ্ছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। মেঘহীন আকাশ। রোদের দিকে খালি চোখে তাকানো যায় না। রাস্তায় বের হলে মনে হয় জ্বলন্ত উনুনে মধ্যে প্রবেশ করা হয়েছে। এমনি তাপদাহের পুড়ছে শেরপুর জেলা।
কদিন ধরেই প্রচণ্ড তাপদাহ চলছে। তবে আজকের গরম সকল মাত্রা ছাড়িয়েছে। ৩৪ ডিগ্রি সেলসিয়াসে মানুষের হাঁসফাঁস অবস্থা। ফলে ঈদের ছুটি শেষে অফিস আদালত খুললেও কাজকাম হয়নি তেমন। দোকানপাট খুললেও সবই ফাঁকা।
গরমে মানুষের জান যায়, এরমধ্যে বাজারে আসবে কে? উল্টো এমন প্রশ্ন করলেন শেরপুরের প্রধান বাজারের এক দোকানি। না হলে চলবে না, এমন লোকজন ছাড়া বাজারে আসছে না কেউ। বড়বড় বিপনীবিতানগুলো খা খা করছে। এসিতেও নিয়ন্ত্রণ হচ্ছে না গরম, অবস্থা এমনি।
তাপপ্রবাহে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে বয়স্করা। পানিশূন্যতার কথাও বলছেন চিকিৎসকরা। তারা বেশি করে পানি পান করার কথা বলেছেন তাপ প্রবাহ চলাকালীন।