আগের ম্যাচে ২০৫ রান তোলা জিম্বাবুয়েকে এবার ১৩৫-এ আটকে দেয় বাংলাদেশ। লিটনের ৫৬ ও আফিফের ৩০* রানের সুবাদে লক্ষ্যটা ১৫ বল হাতে রেখে টপকে যায় সফরকারীরা। ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা আনলো টাইগাররা।
৪ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
রান তাড়ায় নেমে লিটন দাস-মুনিম শাহরিয়ারের ওপেনিং জুটিতে আসে ৩৭ রান। যাতে মুনিমের অবদান ৮ বলে ৭। রিচার্ড এনগারাভাকে ভুল লাইনে খেলতে গিয়ে অফস্টাম্প উপড়ে যায় মুনিমের। ৫ ম্যাচ খেলে সাকুল্যে এ ডানহাতির সংগ্রহ ৩৭। সর্বোচ্চ ইনিংস ১৭ রানের। গত বিপিএলে দেড়শ’ স্ট্রাইকরেটে রান করা মুনিম ৫ ম্যাচে বাউন্ডারি মেরেছেন মাত্র ৫টি।
প্রথম ম্যাচে চমৎকার খেলতে থাকা লিটন রানআউট হয়েছিলেন নির্বুদ্ধিতায়। এবার ফিফটি ছুঁয়েছেন ৩০ বলে। শন উইলিয়ামসনের এলবিডব্লু’র ফাঁদে পা দিয়ে ইতি ঘটে তার ইনিংসের।