স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস সংক্রমনরোধে কঠোর লকডাউন চলছে দেশব্যাপী। এই লকডাউনের মধ্যে শেরপুরের নকলার ঈদের বাজার জমে উঠেছে। দুই চারটি দোকান ছাড়া কোথাও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। অধিকাংশ ক্রতোর মুখে মাস্ক নেই। মার্কেট ও বিপনী বিতানগুলোতে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছে।
মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া দিনমুজুর নিজেদের সামর্থ অনুযায়ী কেনাকাটা করছেন। এছাড়াও নকলা পৌরশহরের বড়বড় দোকান গুলোতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলবে বেচাকেনা। শাড়ি. থ্রী-পিস, কসমেটিক্সসহ শিশুদের পোশাক আর জুতার দোকানেই ভিড় বেশি। লকডাউনের কারনে অন্য জেলায় যাওয়ার সুযোগ নেই। আর এ সুযোগে এবার জিনিসপত্রের দাম একটু বেশিই নিচ্ছেন দোকানীরা।
বুধবার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় পোশাক ও জুতার দোকান ছাড়াও কসমেটিক্সের দোকানেও বেজায় ভিড়। তবে কোন দোকান বা বিপনী বিতানেই সামাজিক দূরুত্বের কোন বালাই নেই। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাস্ক নিয়মিত মাস্ক বিতরণ করা হচ্ছে।