শেরপুরে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালির আয়োজন করা হয়। সম্মিলিত এ র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও কর্মীরা যোগ দেন। র্যালির নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
র্যালিটি শিল্পকলার একাডেমি চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।