ক্লাব কর্তাদের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে গিয়েছেন লিওনেল মেসি। কোচ ক্রিস্তফ গালতিয়ে এবং ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কথা অমান্য করে পিএসজিতে হয়েছেন নিষিদ্ধ। আর্জেন্টাইন সুপারস্টারের আচরণ স্বাভাবিকভাবে নেয়নি পিএসজি সমর্থকরা। প্যারিসে ‘মেসি অধ্যায়ে’র সমাপ্তি চান তারা। শুধু মেসি নয়, নেইমারকে তাড়াতেও উঠে পড়ে লেগেছে পিএসজির উগ্র সমর্থকরা। বুধবার পিএসজির অফিসিয়াল সমর্থকগোষ্ঠী আল্ট্রার সদস্যরা মেসি-নেইমারের নামে অসম্মানসূচক স্লোগান দিয়ে বিক্ষোভ করে। সৃষ্ট পরিস্থিতিতে দুই তারকার প্যারিসের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আল্ট্রার উগ্র সমর্থকদের বিক্ষোভ প্যারিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় মেসি, নেইমার, মার্কো ভেরাত্তি, কোচ ক্রিস্তফ গালতিয়ের বাড়ি আর পিএসজির ট্রেনিং সেন্টার ক্যাম্প দে লোগেসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব জায়গাতেই অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকালে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয় ক্লাবটির অফিসিয়াল সমর্থকগোষ্ঠী ‘আল্ট্রা’র কয়েক শত সদস্য। ক্লাবের বিরুদ্ধাচরণ করে প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থিত হন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিছু সমর্থন মেসি, নেইমার এবং মার্কো ভেরাত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফিকে নিয়েও মন্তব্য করতে দেখা যায় তাদের। গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, পিএসজির হেডকোয়ার্টারের সামনে ‘মেসি কুকুরের বাচ্চা’ স্লোগান দেয় আল্ট্রার সদস্যরা।
ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার বিক্ষোভের এক পর্যায়ে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে থেকে কিছু সমর্থক প্যারিসে অবস্থিত নেইমারের বাড়ির সামনে চলে যায়। বাসার গেটের সামনে দাঁড়িয়ে ‘নেইমার চলে যাও’ স্লোগান দেয় তারা। মশাল আর ব্যানার হাতে আসা সমর্থকেরা মেসি-নেইমারকে ওভাররেটেড (অতি মূল্যায়িত) খেলোয়াড় বলে দুয়ো দিয়েছেন। এক সমর্থক ব্যানারে লিখে এনেছেন, ‘পিএসজি, তুমি কে, তুমি কোথায় যাচ্ছো? আমাকে কি শুনতে পাচ্ছো?’
আল্ট্রা সদস্যদের উগ্র আচরণের নিন্দা জানিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে পিএসজি।’ ক্লাবটি জানিয়েছে, সমর্থকরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
আল্ট্রার সদস্যদের সমালোচনা করেছেন মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো। ডি স্পোর্টস রেডিওকে তিনি বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে ওরা (পিএসজি সমর্থকরা) অনুশোচনায় পুড়বে। বিশ্বের যেকোনো দল মেসির জন্য যেকোনো কিছু পাঁচ মিনিটের মধ্যে হাজির করবে। (এখানে যা হচ্ছে) এমন সমাপ্তি কারোরই প্রাপ্য নয়। লিওর কোনো ব্যাপার যদি সমালোচনার ঊর্ধ্বে থাকে, তবে সেটা তার পেশাদারিত্ব। কেউ যদি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ও হয়ে থাকে, মেসির মতো পেশাদার পাওয়াটা কঠিন।’
আর্সেনাল কিংবদন্তি ও ফরাসি কোচ রবার্ট পাইরেসও মেসিকে অপমান ও সমালোচনার বিষয়টি অমূলক বলে মনে করছেন। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি এই অপমানের কারণ বুঝতে পারছি না। এটা মেসির প্রাপ্য নয়। আমি খেললে যদি ওরা আমাকে দুয়ো দেয়, তার মানে আমাকে পছন্দ করে না। ব্যাপারটা আমার ক্ষেত্রে ঘটলে, দুয়ো দিলে, আমি ক্লাব ছেড়ে চলে যেতাম।’