সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

Date:

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮ রান। আপাতদৃষ্টিতে টাইগ্রেসদের জন্য সেটা কঠিনই বটে। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে সমীকরণ হাতের নাগালে নিয়ে আসেন। শেষ ওভারে এক বল বাকি থাকতে সেই জ্যোতিই জয় নিশ্চিত করেন। আজ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে জ্যোতির ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫১ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন জ্যোতি। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। এর আগে ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে লঙ্কান মেয়েদের ৩ রানে হারায় তারা।

এদিন শ্রীলঙ্কার দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

এরপর সোবহানা মুস্তারিকে নিয়ে প্রাথমিক চাপ সামলান জ্যোতি। দুজন মিলে ৪০ বলে ৫১ রান যোগ করেন।

দ্বাদশ ওভারে ১ চারে ২৪ বলে ব্যক্তিগত ১৭ রানে ফেরেন সোবহানা। তখনও জয়ের জন্য ৫৩ বলে প্রয়োজন ৭২ রান। এরপর রিতুকে নিয়ে জ্যোতি স্রেফ ৩৮ বলে ৫০ রানের ঝড়ো জুটি গড়েন । ৩৬ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি স্পর্শ করেন জ্যোতি।

শেষ দুই ওভারে ২৫ রান দরকার ছিল বাংলাদেশের। ওই ওভারে শেষ দুই বলের চার-ছয়ে সমীকরণ সহজ করেন জ্যোতি। শেষ ওভারের প্রথম বলে দারুণ স্কয়ার ড্রাইভে চার মেরে জয় আরও কাছে নিয়ে আসেন রিতু। ৩ বলে ১ রান বাকি থাকতে রান আউট হন তিনি। ২৩ বলে ৩৩ রান করেন রিতু। তবে তাতে সমস্যা হয়নি, এক বল বাকি থাকতেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছে দেন জ্যোতি।

এর আগে টস জিতে হার্শিথার ৪৫, অধিনায়ক চামারি আত্তাপাত্তুর ২৮ বলে ৩৮ রানের ইনিংসের উপর ভর করে ১৪৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...