শেরপুরের শ্রীবরদীতে জসিম নামে ভ্যান চালক এক স্কুল শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত জসিম চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিলো বলে জানিয়েছে তার স্বজনরা।
মানববন্ধনে নিহত জসিমের স্বজনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তরা তাদের বক্তব্যে জানান, রিকশাভ্যান নিয়ে জসিম বাজারে গেলে বিলভরট এলাকার জনৈক মাসুদ তার ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। পরবর্তীতে ভ্যানটি শ্রীবরদীর উত্তর বাজারে বিক্রি করতে গেলে মাসুদকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তারকৃত মাসুদের বিচার ও শাস্তির দাবী করা হয় মানববন্ধন থেকে।