শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ ভারত থেকে চোরাচালানে আনা ৬টি ইয়ারগান উদ্ধার ও ১ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মাসুম বিল্লাহ ওরফে বুলবুল। তার বাড়ি ঝিনাইগাতী উপজেলার গিলাগাছায়।
প্রেস ব্রিফিংয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে পুলিশের একটি দল নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার সমশ্চুড়ার সীমান্ত সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশা আটক করে। পুলিশের কাছে গোপন সংবাদ ছিলো যে, একটি অস্ত্রের চালান আসছে। সেই প্রেক্ষিতে আটককৃত অটোরিকশা হতে ইয়ারগান সদৃশ ৬টি বন্দুকসহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল নামে একজনকে আটক করা হয়।
পুলিশ সুপার কামরুজ্জামান আরো জানান, অস্ত্রগুলি ইয়ারগান সদৃশ্য হলেও অধিকতর পরীক্ষার জন্য বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে আপাতত একটি চোরাচালান বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রগুলি মারণাস্ত্র হলে আগ্নেয়াস্ত্র বিষয়ে আইনানুযায়ী মামলা করা হবে।