শেরপুরে ঈদকে সামনে রেখে ভারতীয় মাদকদ্রব্য আসছে সীমান্ত হয়ে। সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। এদিকে র্যাব ও পুলিশের অভিযানে ধরাও পড়ছে তারা। মঙ্গলবার ভোরে এমনি এক মাদক ব্যবসায়ীকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত রুবেল (৩০) এর বাড়ি জেলার নালিতাবাড়ীতে। তার কাছ থেকে ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে র্যাব।
র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) ১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান জানান, র্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইকে করে ওই ভারতীয় মদ আনছিলো রুবেল। র্যাব তাকে চ্যালেঞ্জ করে ইজিবাইক থেকে ৯১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করে। রুবেলকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঝিনাইগাতী থানা পুলিশ দুদিন আগে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ফাকরাবাদে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইজিবাইকসহ আরিফ ও খলিলুর নামে দুজনকে গ্রেপ্তার করে।