বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেয়া ছয় শূন্য আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে আটটায় ভোটগ্রহণ শুরু হলেও আশুগঞ্জের শ্রম ও কল্যাণ কেন্দ্রে কোনো ভোটারকে দেখা যায়নি। ৮টা ৩৫ মিনিট পর্যন্ত কোনো ভোট পড়েনি। এদিকে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরীন অভিযোগ করেছেন, ভোট কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। প্রতিটি কেন্দ্রের সামনে সরকারদলীয় লোকজন টহল দিচ্ছেন। এ কারণে ভয়ে ভোটাররা কেন আসছেন না।
প্রিজাইডিং অফিসার সৈয়দ রাফিউদ্দিন মানবজমিনকে বলেন, ভোটার এখনো আসেনি। আসলে আমরা ভোট নেবো। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এজেন্ট ঢুকতে দিচ্ছে না এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রের বাইরে কোন কিছুই আমাদের এখতিয়ারে নেই। কোন এজেন্ট ভেতরে ঢুকলে তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।












