শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী দীপু মনি বলেন, এটা নতুন শিক্ষাক্রমে অনুমোদিত। গত বছর শিক্ষা প্রতিষ্ঠানের ৬ দিন ক্লাস ছিল। সেই সময় আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ দিন ক্লাস করেছি। তখনই বলেছি, আগামী বছর শিক্ষাক্রমে ৫ দিনে ক্লাস। সারা পৃথিবীতে যা নিয়ম। আমাদের বাংলাদেশেও শিক্ষকদেরও একদিন সময় লাগে বা দুই দিন সময় লাগে। কাজেই পাঁচদিন শ্রেণিকক্ষে পাঠদান হবে আর দুই দিন ছুটি থাকবে।
মন্ত্রী বলেন, কারিগরি বিভাগে গত ৫ বছরে কোন শিক্ষক নিয়োগ হয়নি। ৪ বছরের সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে।
নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন পাঠদান হবে: শিক্ষামন্ত্রী
Date: