রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আব্দুর রশীদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১শে জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উত্তরায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা গোটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।
প্রয়াত অধ্যাপক আব্দুর জন্ম পাবনা জেলায়। দুই বছর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপকের মৃত্যু
Date:












