হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার আনন্দই আলাদা। কিন্তু দীর্ঘ ৫৪ বছর আগের হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেলে কেমন লাগবে? যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এক নারী এমনই ভাগ্যবান। শ্যারন ডে নামের ওই নারী স্কুলে পড়ার সময় মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন। সম্প্রতি সংস্কার কাজ চলাকালীন সেটি খুঁজে পায় স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তা শ্যারনের কাছে ফেরত পাঠান তারা। নতুন বছরে ছোট বেলায় হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেয়ে রীতিমতো আপ্লুত শ্যারন। তিনি জানিয়েছেন, মানিব্যাগের সমস্ত জিনিস সংরক্ষণ করে রাখবেন।
নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ১৯৬৮ সালে স্কুলে পড়ার সময় ওই মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন তিনি। ওই সময় আরাকানসাসের ফায়েটভিল স্কুলে পড়তেন শ্যারন। স্কুলের একটি নাচের অনুষ্ঠানে যোগ দেয়ার সময় মানিব্যাগটি হারিয়ে ফেলেন ১৬ বছরের শ্যারন। এরপর বহু খুঁজেও হদিস পাওয়া যায়নি ওই ব্যাগের।












