গোপন বন্ধু: মার্গারিডা কোরচেইরোর কাছে আত্মসমপর্ণ করলেন নেইমার’- এই শিরোনামেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের নতুন প্রেমের খবর প্রকাশ করেছে পর্তুগিজ দৈনিক ফ্লাশ। ২০ বছর বয়সী কোরচেইরোর দু’টি পরিচয় আছে। পর্তুগালের খ্যাতনামা অভিনেত্রী তিনি। তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও ফেলিক্সের সাবেক প্রেমিকা কোরচেইরো।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার। বলা হয়, ফুটবলের মতো প্রেমেও সমান পারদর্শী পিএসজি তারকা। সময়ে সময়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
কাতার বিশ্বকাপের পরপরই হোয়াও ফেলিক্সের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন মার্গারিডা কোরচেইরো। এরপরই কি নেইমারের সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি? কোরচেইরোর ইনস্টাগ্রামের ফলোয়ার ছিলেন নেইমার। ২০ বছর বয়সী এই অভিনেত্রীর অনেক ছবিতেই নেইমারের লাইক রয়েছে। মার্গারিডাও নেইমারের বিভিন্ন ছবিতে লাইক দেন।