শেরপুর জেলা সদরের তাতালপুরে ট্রাক চাপায় নিহত হয় বাবা ছেলে সহ ৩ সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। সেই ট্রাকের পলাতক চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব ১৪ এ সিপিসি ১ এর একটি দল। সোমবার দুপুরে জেলা সদরে দিকপাড়া এলাকা হতে চালক মাসুমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১৪ জামালপুরের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ জানুয়ারি শেরপুর জেলা সদরের তাতালপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার বাবা ছেলেসহ ৩ যাত্রী নিহত হন। এই ঘটনার পর থেকেই ট্রাক চালক মাসুম পলাতক ছিলেন। র্যাবের হাতে গ্রেপ্তার হবার পর মাসুম জানিয়েছেন, তার ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই সে নিয়মিত বিভিন্ন রুটে ট্রাক চালিয়ে আসছিলো